ফেসবুক বিড়ম্বনায় আসিফ


ফেসবুক বিড়ম্বনায় আসিফ


বিপুল হাসান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জনপ্রিয় গায়ক আসিফ আকবর ফেসবুকে নিজে কোনো একাউন্ট খোলেন নি। অথচ তার নামে এই সামাজিক যোগাযোগ সাইটে আছে প্রায় হাফ ডজন একাউন্ট। আসিফের বিভিন্ন সময়ের করা ফটোসেশনসহ এসব একাউন্টে যোগ করা হয়েছে তার পারিবারিক ছবি। এতোদিন বিষয়টিকে আসিফ ভক্তদের নির্দোষ ভালোবাসা হিসেবেই দেখেছেন। কিন্তু বিষয়টি এখন আর ‘নির্দোষ ভালোবাসা’-এর পর্যায়ে নেই। ফেসবুকে তার ফেক একাউন্ট ব্যবহার করে কেউ কেউ প্রতারণামূলক কর্মকান্ড করছেন বলে সম্প্রতি বাংলানিউজকে আসিফ জানিয়েছেন।

প্রায় দু’বছর গানের জগত থেকে দূরে সেচ্ছা নির্বাসনে থাকার পর সম্প্রতি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আপন ভুবনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। গানের ভুবনে তার এই ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা অগুনতি ভক্ত। দেশের মৃতপ্রায় অডিও ইন্ডাষ্ট্রির জন্যও এটি এক সুখবর। কারণ আত্মপ্রকাশের পর এক আসিফই প্রায় এক দশক মাতিয়ে রেখেছিলেন অডিও সেক্টর। তিনিই দেশের একমাত্র শিল্পী যার প্রতিটি অ্যালবাম দেখা পায় বানিজ্যিক সাফল্যের। ২০০৯ সালে ‘সেই দিন গুলি কই’ শীর্ষক অ্যালবামটি ছিল আসিফের সর্বশেষ একক। এটি ছিল তার দশ বছরের অডিও ক্যারিয়ারের ২৮তম একক অ্যালবাম। ফের গানের জগতে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর নতুন অ্যালবামের কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছেন এই সংগীত তারকা। আসিফ তার নতুন অ্যালবামটির নামও রেখেছেন ‘এক্সপ্রেম’। নামকরণের কারণটি অবশ্য তিনি অ্যালবাম প্রকাশের সময়ই বলবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

Asifআসিফের নতুন অ্যালবাম বের করার পরিকল্পনা প্রকাশ হওয়ার পর এই নিয়ে ভক্তদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। সামাজিক যোগাযোগ ওয়েব সাইট ফেসবুকে আসিফ আকবর নামের ৫/৬টি একাউন্টে ভক্তদের অভিনন্দন বার্তা দেখে অনুমান করা যায় এই শিল্পীর জনপ্রিয়তা। কিন্তু ফেসবুকে থাকা কোনো অ্যাকাউন্ট আসিফের নিজের নয়। তার নাম ও ছবি ব্যবহার করে এই ফেক অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে। বিষয়টি এতোদিন ভক্তদের নির্দোষ ভালোবাসা হিসেবেই মনে করেছেন আসিফ। কিন্তু বিষয়টি হালকাভাবে নিলেও তা এখন নির্দোষ পর্যায়ে নেই। কারণ আসিফের নামে ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে নানারকম প্রতারনামূলক কর্মকান্ড শুরু চলছে বলে সম্প্রতি আসিফ জানতে পেরেছেন।

এ প্রসঙ্গে আসিফ বাংলানিউজকে বলেন, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে এক প্রবাসী তরুণী ফোনে আমার সঙ্গে যোগাযোগ করে খুব পরিচিতি ভঙ্গিতে কথা বলতে থাকে। তার এই অন্তরঙ্গ ভঙ্গিতে কথা বলায় কিছুটা অবাক ও বিব্রত হই আমি। একপর্যায়ে মেয়েটির পুরো পরিচয় জানতে চাইলে সে রাতের পর রাত ফেসবুকে চ্যাটিংয়ের মাধ্যমে আমার সঙ্গে কথা হওয়ার বিষয়টি উল্লেখ করেন। ফেক অ্যাকাউন্টের কারণে বিব্রত হওয়ার বিষয়টি উল্লেখ করে আসিফ আরো বললেন, ফেসবুকে আমার নিজের কোনো অ্যাকাউন্ট নেই। আমার নামে যে একাউন্টগুলো আছে তার সবই ফেক। এটি অস্ট্রেলিয়া প্রবাসী মেয়েটিকে জানালে সে ক্ষ্যাপে যায়। কিছুতেই তাকে আমি বিশ্বাস করাতে পারি না যে, ফেসবুকে আমার একটাও অ্যাকাউন্ট নেই।

এই ঘটনাটির পর আসিফ খোঁজ নিয়ে জানতে পারেন তার নামে খোলা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ কেউ প্রতারণামূলক কর্মকান্ড চালাচ্ছেন। আসিফের নামে খোলা এইসব অ্যাকাউন্ট থেকে সুন্দরী মেয়েদের অ্যাকউন্টের ওয়ালে নানারকম কমেন্টস করা হচ্ছে। ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব জানানো হচ্ছে। পুরো বিষয়টি আসিফের জন্য এখন বিব্রতকর হয়ে উঠেছে।

আসিফ বলেন, অনলাইনে বাংলানিউজ একটি জনপ্রিয় নিউজওয়েব। তাই বাংলানিউজের মাধ্যমে আমি ঘোষণা দিতে চাই যে, ফেসবুকে আমার কোনো অ্যাকউন্ট নেই। আমার নামে খোলা প্রতিটি অ্যাকাউন্ট ফেক। আসলে কাজ নিয়ে আমি এতোটাই ব্যস্ত থাকি যে, ফেসবুকে বসার মতো সময় বা ধৈয্য আমার নেই। তাছাড়া আমার কম্পিউটার জ্ঞানও খুব সীমিত।

আসিফ তার নামে খোলা ফেসবুকের ফেক অ্যাকাউন্ট থেকে কোনো কমেন্টস বা প্রস্তাবে সাড়া না দেওয়ার জন্য ভক্তদের আহ্বান জানান। এসব ফেক অ্যাকাউন্টকে নিজের ফ্রেন্ডলিস্ট থেকে ব্লক করে দেওয়ার জন্যও বাংলানিউজের মাধ্যমে সবার কাছে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ফেসবুকের অপব্যবহারকারীদের শনাক্ত করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের উপায় নিয়ে ভাববার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিজের নতুন অ্যালবাম প্রসঙ্গে আসিফ জানান, ‘এক্স প্রেম’ অ্যালবামের মাধ্যমে নতুন এক আসিফ হিসেবে তিনি শ্রোতাদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন। এমন সব গান দিয়ে অ্যালবামটি সাজানোর পরিকল্পনা নিয়েছেন, এ ধরনের গানে আগে কখনো কণ্ঠ দেন নি। নিজের ফিরে আসাটাকে স্মরণীয় করে রাখতেই আসিফ এসব ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।  আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, হাবিব ও প্রিতম অ্যালবামটির বিভিন্ন গানের  সুর ও সঙ্গীতায়োজনে থাকছেন বলে আসিফ জানালেন।

বাংলাদেশ সময় ০০১৫, জানুয়ারি ১৩, ২০১২